একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হলো শিক্ষার্থী। সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করছে পারে না। সুশিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। সুশিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। সকলকেই যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গী, সন্ত্রাস, ক্যাসিনো ইত্যাদি সামাজিক সমস্যার বিরুদ্ধে সদা সচেতন থাকতে হবে। নিয়মিত বিভিন্ন ধরনের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ভিশন-২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে আধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
বিদ্যালয় প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনের একটি সুপ্রশস্ত পরিমন্ডল। জ্ঞানের পবিত্র আলো জ্বালিয়ে যে বিদ্যালয়টি বহুদিন ধরে মানুষ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে তার নাম Shyampur Govt. Model School & College এই বিদ্যালয় বহু কৃতি ছাত্র- ছাত্রী তৈরী করেছে।